প্রতিনিধি,গন্ডাছড়া ২৪ নভেম্বর:- বৌদ্ধ ধর্মের রীতিনীতি মেনে রবিবার রাইমাভ্যালী ভিক্ষু সংঘের প্রধান রত্নপ্রিয় মহাথেরোর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন নাক্ক্যছড়া ত্রিরত্ন বৌদ্ধবিহারে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে ওনার মরদেহ সৎকার করা হয়। এর আগের দিন অর্থাৎ শনিবার রাইমাভ্যালী ভিক্ষু সংঘের প্রধান ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর মরদেহ নিয়ে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মীয় শোভাযাত্রাটি গন্ডাছড়া মহকুমার নাক্ক্যছড়া ভিলেজের ত্রিরত্ন বৌদ্ধবিহার থেকে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর কফিনবন্দী মরদেহ নিয়ে একে একে রামনগর-কালাঝাড়ি, ধলাঝাড়ি, গাছ বাগান, ত্রিশ কার্ড,লক্ষীপুর, টিলা বাড়ি, হরিপুর, ভগিরথ কলোনি, গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনি ,গন্ডাছড়া বাজার ,নারায়ণপুর-সরমা হয়ে পুনরায় ত্রিরত্ন বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এদিনের ধর্মীয় শোভাযাত্রায় দেশ বিদেশের শতশত ভিক্ষু সংঘ এবং হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনেরা উপস্থিত ছিলেন। আজ ২৪শে নভেম্বর বৌদ্ধ ধর্মের রীতিনীতি মেনে ভিক্ষু সংঘের প্রধানের শেষকৃত্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য গত ২৫ আগস্ট রাইমাভ্যালী ভিক্ষু সংঘের প্রধান ভদন্ত রত্নপ্রিয় মহাথেরো শারীরিক অসুস্থতায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। এরপর থেকে টানা তিন মাস ওনার মরদেহ কফিন বন্দী অবস্থায় নাক্ক্যছড়া ভিলেজের বিশ্বকর্মা পাড়াস্থিত ডুম্বুর জলাশয় লাগোয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে রাখা ছিল।
হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে রাইমাভ্যালী ভিক্ষু সংঘ প্রধানের শেষকৃত্য সম্পন্ন
by admin
written by admin
36
previous post