শান্তিরবাজার প্রতিনিধি : আজ সকাল বেলা জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্রের ১৬ নম্বর বুথে প্রধানমন্ত্রী ১১৬তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ সহ বিভিন্ন বিজেপি নেতৃত্ব । পরবর্তী সময়ে দক্ষিণ জেলার মগ সম্প্রদায়ের মেধা ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ালে হল ঘরে অনুষ্ঠিত হলো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে
মেধাবী মগ সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্বর্ধনা এবং কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন সম্মেলন। এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেন সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ মগ সোসাইটি পক্ষ থেকে।প্রদীপ প্রজ্বলন এর মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন টি .আর.পি এবং পি .টি.জি, সংখ্যা লঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধকের পাশাপাশি এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের বি.এস.সি চেয়ারম্যান অশোক মগ, এস ডব্লিউ এম এস এর জেনারেল সেক্রেটারি রাকেশ মগ , জি .এস .দোয়াং মগ সহ অন্যান্যরা । আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ জেলায় কলেজ পড়ুয়া মগ সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন সম্মেলনের পাশাপাশি এবার কার ২০২৩ –২৪ অর্থ বছরে দক্ষিণ জেলার মগ সম্প্রদায়ের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ২২জন কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় । আজকের এই অনুষ্ঠানের মন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন শিক্ষা ছাড়া কোন জাতি সমাজ এগিয়ে যেতে পারে না তাই শিক্ষার পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের কৃষ্টি, কালচার , সংস্কৃতি সবকিছুকেই এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষার গুরুত্ব নিয়ে কতটা তৎপর সেটাও তুলে ধরেন ভাষণের মাধ্যমে মন্ত্রী শুক্লাচরণ।আজকের এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিবার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে উপস্থিত অতিথি , হলে থাকা অন্যান্য ছাত্র-ছাত্রীদের বিনোদনের মাধ্যমে মনমুগ্ধ করে তোলেন। আজকের এই মগ সম্প্রদায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি নবীন সম্মেলনের অনুষ্ঠান কে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা জাতির বিকাশ সম্ভব : শুক্লাচরণ নোয়াতিয়া।
23