প্রতিনিধি, গন্ডাছড়া ২১ নভেম্বর:- বৃস্পতিবার গোপন খবরের ভিত্তিতে গন্ডাছড়া বনদপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করে। ঘটনার বিবরণ জানিয়ে গন্ডাছড়া রেঞ্জের রেঞ্জার কল্যাণ জয় রিয়াং জানান বুধবার রাতে উনার কাছে খবর আসে গন্ডাছড়া ষাট কার্ড স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে প্রচুর পরিমাণ চোরাই কাঠ মজুদ রয়েছে। এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তিনি নিজে পেট্রলিং অফিসার নভেন্দু ভট্টাচার্যকে সাথে নিয়ে পরিত্যক্ত ঘরে হানা দিয়ে প্রায় ৭০ ফুট অবৈধ কাঠ উদ্ধার করে গন্ডাছড়া বন দপ্তরে নিয়ে আসে। তিনি জানান এর বাজার মূল্য হবে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা। উল্লেখ্য গত দেড় মাস আগে গন্ডাছড়া রেঞ্জে রেঞ্জার হিসেবে কল্যাণ জয় রিয়াং কাজে যোগদান করার পর থেকেই অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন। তাতে করে মহকুমা এলাকায় বর্তমানে অনেকাংশেই বনদস্যদের তাণ্ডব হ্রাস পেয়েছে। তিনি জানান এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। বনদপ্তরের এহেন কাজে খুশি এলাকার সাধারণ মানুষ।
58
previous post