Home » ৭১ তম সমবায় সপ্তাহের জেলা ভিত্তিক অনুষ্ঠান কৈলাসহরে

৭১ তম সমবায় সপ্তাহের জেলা ভিত্তিক অনুষ্ঠান কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:- স্থিতিশীল উন্নয়ন অর্জন এবং উন্নততর বিশ্ব গঠনের লক্ষ্য পূরনে সমবায়ের ভূমিকা শীর্ষক ভাবনায় আজ ৭১ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে সমবায় দপ্তর ও রাজ্য সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক অনুষ্ঠানের সমাপ্তি দিনে ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় আলোচনা চক্রের মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচনা চক্র শুরুর পূর্বে একটি রেলি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।চৌদ্দ নভেম্বর থেকে সমবায় সপ্তাহ উদযাপন শুরু হয়ে আজ অনুষ্ঠানের সমাপ্তি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলা শাসক দিলীপ কুমার চাকমা,জেলা পরিষদ সদস্য বিমল কর প্রমুখ।অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির কনভেনার তথা জেলা উপ নিয়ামক বিজয় কুমার রায়।তিনি তার বক্তব্যে সমবায় সপ্তাহ উদযাপনের সম্পূর্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী টিংকু রায়,জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদ সদস্য বিমল কর,জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি,সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment