প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় শিশু নিকেতনের বর্ষ ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মালার আজ বিকেলে তুহিন স্মৃতি মঞ্চে প্রথম ধাপের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়।উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, প্রাক্তন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী,পুর পরিষদের চ্যায়ারপার্সন চপলা দেবরায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক সুব্রত দেব ও প্রধান শিক্ষক মনোজ দাস প্রমুখ।আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির কনভেনার তথা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরূপ দেব চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সমাজ কল্যাণ দপ্তরে দপ্তরে কিছুদিন আগে লোক নেওয়া হয় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে।সেখানে দেখা যায় যারা টি আই টি ও এন আই টি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছে এ ধরনের ছেলেরা সেখানে সুপারভাইজারের জন্য ইন্টারভিউ দেয়।উত্তীর্ণ হয়ে তারা চাকুরি নিয়েছে। এখন ভাবুন একটা ছেলে যখন এন আই টির মত ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তার স্বপ্ন থাকে একটা বিলাসবহুল ঘরে বসবে।কর্পোরেট সেক্টরে কাজ করবে।বড় বড় বিল্ডিং এর ডিজাইন করবে।সেই যুবকটির স্বপ্নপূরণ হয়নি কেননা তাকে ছোট থেকেই আত্মনির্ভর হওয়ার মানসিকতায় তাকে গড়ে তোলা হয়নি।নতুন এডুকেশন পলিসি এনেছে কেন্দ্র সরকার।নতুন পলিসি বলছে আত্মনির্ভর মানসিকতায় পড়াতে হবে ছেলে মেয়েদেরকে।তাদেরকে আত্মনির্ভর মানসিকতায় গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক সুব্রত দেব, বিধায়ক বীরজিৎ সিনহা, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায় ও প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী।প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী বলেন এই বিদ্যালয়ে উনার পুত্র পড়েছে।সে মারা যাবার পর এই বিদ্যালয়ে তার নামে তুহিন স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করা হয়েছে। প্রতিবছর এই ট্রাস্ট থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের আর্থিকভাবে সাহায্য করা হয়।আজ তিনি তুহিন স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টে পঞ্চাশ হাজার টাকার অর্থ রাশি তুলে দেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী।অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষাধিকারীক প্রশান্ত কিলিকদার তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।অনুষ্ঠান শেষে শহরজুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে।জানা গেছে অনুষ্ঠান মঞ্চ টি পাঁচ দিন পাঁচ জনের নামে উৎসর্গ করা হয়েছে।আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রাক্তন মন্ত্রী অনন্ত পাল শারীরিক অসুস্থতার জন্য অনুষ্ঠান মঞ্চে আসতে পারেননি বলে জানা যায়।অনুষ্ঠান শেষে অঙ্কুর নামে একটি পত্রিকার আভরন উন্মোচন এবং বৃক্ষরোপণ করেন অতিথিরা।
42
previous post