প্রতিনিধি মোহনপুর:- বিজেপির দ্বিতীয় পর্যায়ে সদস্যতা পদ অভিযানে বামুটিয়ার লক্ষ্মী লোঙ্গা চা বাগানে অংশ নিলেন রাজ্য প্রভারই ডঃ রাজদীপ রায়। বুধবার বিকেলে দলীয় নেতৃত্বদের সাথে চা বাগানের শ্রমিকদের সদস্যতা পদ অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি।।
দ্বিতীয় ধাপে বিজেপির সভ্যপদ অভিযান জারি রয়েছে গোটা রাজ্যে। বুধবার লক্ষ্মীলোঙ্গা চা বাগানের শ্রমিকদের দলের সভ্য পদ প্রদান করা হয়েছে। এদিন রাজ্য প্রভারি ডঃ রাজদীপ রায় জানান গোটা রাজ্যে অত্যন্ত উৎসাহের সঙ্গে মানুষ বিজেপির সদস্যতা গ্রহণে এগিয়ে এসেছে। দ্বিতীয় পর্যায়ে যে লক্ষ্যমাত্রা নিয়ে দল কাজ করছে তা অচিরেই পুরন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। কিন্তু সমস্ত মানুষের কাছে মোবাইল ফোন না থাকার কারণে অনলাইনের পাশাপাশি অফলাইনেও সভ্য পদ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর রাজদীপ রায়। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, টিটিডিসির চেয়ারম্যান সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
বামুটিয়ার বিজেপির সদস্যতা পদ অভিযানে উপস্থিত রাজ্য প্রভারি
51
previous post