প্রতিনিধি কৈলাসহর:-রাজ্যের ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ উৎসব নবীন বিদ্যার্থীদের কাছে অন্যতম অনুপ্রেরণা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী তথা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুধাংশু দাস,রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল,অধ্যাপক তথা বিদ্যার্থী বরণ উৎসবের কনভেনার ডক্টর তরুন কুমার সিনহা,আইনজীবী তথা সমাজসেবক সন্দীপ দেবরায়,সমাজসেবক সঞ্জীৎ সাহা,কলেজের প্রাক্তন ছাত্র অনুপ মজুমদার,স্টুডেন্ট কনভেনার আয়ুষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্বামী বিবেকানন্দ ও বিদ্যা দেবী সরস্বতীর ছবিতে পুষ্পার্ঘ অর্পণের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের নবীন বিদ্যার্থী বরণ উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান।অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক তরুন কুমার সিনহা।কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ উৎসব প্রতিবছরের আয়োজিত একটি অনুষ্ঠান। যেখানে নতুন বিদ্যার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।এই উৎসবের মাধ্যমে নবীনদের কলেজের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।সাধারণত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য, গান,নাটক ইত্যাদি পরিবেশন করেছে আজকের অনুষ্ঠানে।এই নবীন বিদ্যর্থী বরণ উৎসবে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন,এই কলেজে আসার আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত খুশি।কারণ কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কলেজের সাথে।নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি পড়াশোনার পদ্ধতি, নিয়মশৃঙ্খলা,সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব এবং ক্যারিয়ার নির্মাণের জন্য বিভিন্ন পরামর্শ দেন।কলেজে যে সকল সুবিধা আছে,যেমন গ্রন্থাগার,ল্যাবরেটরি কীভাবে ব্যবহার করতে হবে তাও ব্যাখ্যা করেন তিনি।নবীন বিদ্যার্থী বরণ উৎসব তাদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে ওঠে,কারণ তারা প্রথমবারের মতো মহাবিদ্যালয়ের পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পায়।এই অনুষ্ঠানে তারা সিনিয়রদের সাথে যোগাযোগের সুযোগ পায় এবং এই যোগাযোগ তাদের পরবর্তী সময়ে পড়াশোনায় সহায়ক হবে।উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একাডেমিক জীবনের প্রথম পদক্ষেপটি সহজেই পাড়ি দিতে পারে এবং মহাবিদ্যালয়ের একটি বড় পরিবারের সদস্য হতে পেরে গর্ব বোধ করে।নবীন বিদ্যার্থী বরণ উৎসবটি শুধু একটি প্রথাগত অনুষ্ঠান নয়,এটি শিক্ষার্থীদের জন্য মানসিক ও সামাজিক সহায়তার একটি উৎস।এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নতুন জীবন শুরু করার প্রেরণা পায়।কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় এই উৎসবের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গঠনের একটি মজবুত ভিত্তি তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে।কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা রাজ্যের একটি প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান।প্রতিবছর মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ উৎসব উদ্যাপন করা হয় যা এই প্রতিষ্ঠানের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।এই উৎসবটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন শিক্ষার্থীদের জন্য মহাবিদ্যালয়ের পরিবেশে নিজেদের স্থাপন করার একটি সুযোগ এবং তাদের শিক্ষাজীবনের প্রথম দিকেই উৎসাহ প্রদান করার একটি মাধ্যম।
53
previous post