খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বিদ্যার্থী বরণ উৎসব সম্পন্ন হল মঙ্গলবার। খোয়াই টাউন হলে আয়োজিত নবিন বিদ্যার্থী বরণ উৎসবের উদ্যোক্তা কলেজ ছাত্র সংসদ। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়( দত্ত), খোয়াই এর বিশিষ্ট সমাজসেবক সুব্রত মজুমদার, খোয়াই পৌরপরিষদের পৌর পিতা দেবাশীষ নাথ শর্মা এবং দশরথ মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল ডঃ খোকন মজুমদার সহ অন্যান্য অতিথিবর্গরা। এই দিন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পিতা মাতার পাশাপাশি সমাজের প্রতি অনেক দায়িত্ব রয়েছে তোমাদের। তোমারা পড়াশোনা করে বড় হয়ে কেউ শিক্ষক, কেউ রাজনীতিবিদ আবার কেউ সমাজের বিভিন্ন পেশায় নিজেদেরকে যুক্ত করবে। এবং সমাজ গঠনে কারিগর হয়ে উঠবে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীরা নাচে এবং গানে মেতে ওঠে। অনুষ্ঠানকে ঘিরে এই দিন ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।
70
previous post