প্রতিনিধি মোহনপুর :- সম্প্রতি রাজ্য সরকার কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী সংঘ মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক ধন্যবাদ রেলি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এদিন বিকেলে মোহনপুরের হাসপাতাল চৌমুহনি, ঐরান চৌমুহনি, এবং বিভিন্ন এলাকা পরীক্রমা করে এই রেলি। এই রেলি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রিসভার সমস্ত সদস্য সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে। রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে এবং একের পর এক রাজ্যের প্রাকৃতিক দুর্যোগের পরেও কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টিআরকেএস মোহনপুর বিভাগীয় কমিটি। এই দিনের এই রেলি থেকে কর্মচারীদের প্রতি সরকারের আন্তরিক চিন্তাভাবনা এবং সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্মচারীরা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাশাপাশি আগামী দিনে কর্মচারীদের বিভিন্ন দাবি পুরনের ক্ষেত্রে সরকার সদর্থক ভূমিকা নেবে বলেও আশা ব্যক্ত করা হয়েছে এই ধন্যবাদ রেলি থেকে।
82
previous post