Home » গ্রামীন অর্থনৈতিক বিকাশে লক্ষ্যে বকাফা কৃষি দপ্তরের উদ্যোগে ছাগল , সেলাই মেশিন বিতরণ।

গ্রামীন অর্থনৈতিক বিকাশে লক্ষ্যে বকাফা কৃষি দপ্তরের উদ্যোগে ছাগল , সেলাই মেশিন বিতরণ।

by admin

প্রতিনিধি, শান্তির বাজার: লোকজনদের আর্থিকদিক দিয়ে সাবলম্বী করতে কৃষি এবং বিভিন্ন দিক থেকে কাজকরেযাচ্ছে রাজ্যসরকার। রাজ্যসরকারের উদ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বকাফা কৃষি দপ্তর। কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কৃষি কাজের পাশাপাশি গ্রামীনে এডিসি এলাকায় স্ব সহায়ক দলের সঙ্গে জড়িত কিছু পিছিয়ে পড়া লোকজনদের সেলাই মেশিন এবং পশুপালনের মধ্যদিয়ে লোকজনদের আর্থিক দিকদিয়ে স্বাবলম্বী করতে বিশেষ উদ্দ্যোগ নিয়েছে বকাফা কৃষিদপ্তর। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমা অন্তর্গত বকাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে কাঁঠালি এবং মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজে ৫১ জন সুবিধাভোগী বেনি ফিসারিকে ছাগল, হাঁসের ছানা , সেলাই মেশিন বিতরণ করা হয় । এরমধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় মধ্য কাঁঠালিয়া ১৩জন এবং কাঁঠালিয়া ছাড়া ভিলেজে ১৫ জন। পাশাপাশি ছাগল বিতরণ করা হয় মধ্য কাঁঠালিয়া ছড়া ১০জন এবং কাঁঠালিয়া ছড়া ভিলেজে ১১জনের মধ্যে । এবং দুজন বেনি ফিসারিকে হাঁসের ছানা বিতরণ করা হয় তাদের চাহিদা মতন। এগ্রিকালচার ফারমার্স ওয়েলফেয়ার ডব্লিউ.ডি.সি এই প্রজেক্ট থেকে অর্থ ব্যয় করা হয় প্রত্যেক বেনি ফিসারি বাবদ ১০ হাজার টাকা করে। আজকের এই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং, কাঁঠালিয়া ভিলেজ চেয়ারম্যান রঘুনাথ রিয়াং, বকাফা এগ্রিস্টেন্ডিং কমিটির সদস্য মম্বু মগ ,বকাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য উপেন্দ্র রিয়াং, কাঁঠালিয়া ডাব্লিউ .ডি সি প্রজেক্ট সম্পাদক প্রশান্ত রিয়াং, বকাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক রাজিব সেন, সহ অন্যান্যরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলা ডব্লিউ . ডি.সি প্রজেক্ট ম্যানেজার তরুণ কুমার দাস। দেখা গেল বকাফা কৃষিদপ্তরের কাছথেকে এইধরনের সাহায্য পেয়ে খুবই খুশি কাঁঠালিয়া এবং মধ্য কাঁঠালিয়া এলাকার লোকজনেরা।

You may also like

Leave a Comment