Home » গন্ডাছড়া বাজার সৌন্দর্যে প্রশাসনের উদ্যোগ

গন্ডাছড়া বাজার সৌন্দর্যে প্রশাসনের উদ্যোগ

by admin

 প্রতিনিধি, গন্ডাছড়া ৫ নভেম্বর:- গন্ডাছড়া মহকুমা সদর বাজারের ড্রেন এবং পেপার ব্লক নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার এমডিসি ভূমিকানন্দ রিয়াং বাজার পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং, পূর্ত দপ্তরের আধিকারিক, গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতি সহ শাসক দলের নেতৃত্বরা। পরিদর্শন শেষে প্রশাসনের এক কর্মকর্তা জানান আগামী কিছুদিনের মধ্যেই গন্ডাছড়া বাজারের ড্রেন এবং পেপার ব্লক নির্মাণের কাজ শুরু হবে। ইতি মধ্যেই ড্রেনের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। কাজ দেখাশোনার দায়িত্বে থাকবে গন্ডাছড়া পূর্ত দপ্তর। উল্লেখ্য ৫০ বছরের পুরানো গন্ডাছড়া সদর বাজারটি দীর্ঘ বছর ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিল। বাজারে জল নিষ্কাশনের জন্য কোন ড্রেন নেই। যদিওবা মানদাতা আমলের একটি ড্রেন রয়েছে। কিন্তু বিগত ২৫ বছর যাবত ড্রেন সারাইয়ের কোন কাজ হয়নি। যার ফলে আবর্জনা পড়ে ড্রেন বন্ধ হয়ে আছে। জল নিষ্কাশনের কোন সুব্যবস্থা না থাকায় রাস্তার উপর দিয়ে নোংরা জল বইতে দেখা যায়। ফলে গোটা বাজারে দুর্গন্ধের সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানের জন্য গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতি একাধিকবার পূর্ত দপ্তরে দাবি জানিয়ে আসলেও এতকাল কারোর কোন কর্নপাত ছিল না। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার গন্ডাছড়া মহকুমা এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ এর পাশাপাশি বাজারের উন্নয়নে উদ্যোগ নেয় । সরকারের এহেন উদ্যোগে খুশি বাজার ব্যবসায়ী মহল।

You may also like

Leave a Comment