প্রতিনিধি, বিশালগড়, ২৩ অক্টোবর।। কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কয়েদির নাম দিলীপ দেববর্মা। বুধবার সকালে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দিলীপ দেববর্মাকে। ঘটনা জানাজানি হতেই বিশালগড় প্রভুরামপুর স্থিত কেন্দ্রীয় সংশোধনে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়। ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত। খবর দেয়া হয় মৃত দিলীপের বাড়িতে। বেলবাড়ি থেকে সংশোধনাগারে ছুটে যান দিলীপের পরিবারের লোকজন। জানা যায়, ২০১৬ সালে একটি মামলায় দিলীপ দেববর্মকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করে আদালত। প্রায় নয় বছর সাজা ভোগ করে নিয়েছে সে। আর কিছুদিন পরেই বাড়ি ফিরে যাওয়ার কথা৷ কিন্তু কী কারণে হঠাৎ আত্মহত্যার পথ বেছে নিলো সে তা জানা যায়নি। এদিনই ময়নাতদন্তের পর দিলীপের নিথর দেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়। দিলীপের স্ত্রী তিন কন্যা এক পুত্র সন্তান রয়েছে। কারা আবাসিক দিলীপের অকাল প্রয়াণে কেন্দ্রীয় সংশোধনাগারে শোকের ছায়া নেমে এসেছে। কঠোর নিরাপত্তা বলয়ে কী করে একজন কারা আবাসিক আত্মহত্যা করলো তা বোধগম্য হচ্ছে না। সংশোধনাগরে মাদক পাচার, কয়েদি পলায়ন সহ নানা বেআইনি কাজ চলছে দীর্ঘদিন ধরে। এবারে কয়েদি আত্মহত্যার ঘটনায় সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
64