47
- প্রতিনিধি, উদয়পুর :- উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার সব থেকে বড় উৎসব মাতাবাড়িতে আগামী ৩১ শে অক্টোবর অনুষ্ঠিত হবে দেওয়ালি মেলা । এই মেলাতে সার্বিক সুন্দর রূপ দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার কাজ করে চলেছে । সোমবার দুপুরে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মাতাবাড়ি প্রসাদ প্রকল্পের কাজ ঘুরে দেখেন । সাথে ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , জিলা সভাধিপতি দেবল দেবরায় ও জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ প্রমুখ । এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘুরে দেখলেন গোটা প্রসাদ প্রকল্পের কাজ । সেই সাথে প্রসাদ প্রকল্পের কাজের সাথে যে সকল ঠিকাদাররা জড়িত রয়েছে তাদেরকে নির্দেশ দেন খুব তাড়াতাড়ি যেন কাজের গতি আরো বাড়িয়ে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে । একই সাথে এদিন মন্ত্রী খোঁজ নেন এই বছরের দেওয়ালী মেলার কাজকর্ম নিয়ে। এদিন মন্ত্রী জেলাশাসকের সাথে কথা বলেন এবং জানতে চান মূল মেলার কেন্দ্রবিন্দু থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলি কখন এবং কিভাবে কাজ করা হবে। গোটা বিষয়ে কথা বলেন তিনি জেলা শাসকের সাথে। পরবর্তী সময় গোমতী জেলা শাসকের কনফারেন্স হলঘরে জেলা সভাধিপতি দেবল দেবরায় , বিধায়ক অভিষেক দেবরায় ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ কনফারেন্স হল ঘরে এক জরুরী বৈঠক বসে মাতারবাড়ির দেওয়ালি মেলা কে নিয়ে । মেলার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে মায়ের মূল মন্দির সাজানো নিয়ে কথা হয় এদিন। সেই সাথে মায়ের মন্দিরের চারদিক আলোকমালা সাজানো নিয়ে কথা বলা হয়। মেলার তিন দিন যাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য জেলা শাসক কে বলা হয়েছে বলে জানা যায় বৈঠকের সূত্রে । দিনভর এই দিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দেওয়ালি মেলাকে কেন্দ্র করে ব্যাপক ব্যস্ততা দেখা যায় রাজ্যের অর্থমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে ।