সংবাদ প্রতিনিধি খোয়াই। বিজেপি দলের বর্তমান লক্ষ্য সদস্যপদ নবী করন।ওয়ান পয়েন্ট কর্মসূচি নিয়ে পাহাড়,সমতলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আগামী ৩১ শে অক্টোবর পর্যন্ত এ রাজ্যে সদস্যতা অভিযান পর্ব চলবে। আজ এই উপলক্ষে রাজ্য প্রভারী প্রাক্তন সংসদ ডক্টর রাজদীপ রায় আশারামবাড়ী ও রামচন্দ্র ঘাট মন্ডল সফর করেন এবং বৈঠক এ যোগদেন। বেলা বারোটায় আশারামবাড়ি বিধানসভার মন্ডল কার্যালয়ে মন্ডল সভাপতি প্রদীপ দেববর্মাকে সভাপতিত্ব করে বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ডলের বুথ কমিটি, শক্তি প্রমুখ, নির্বাচিত সদস্য সদস্যা,মন্ডল জেলা ও রাজ্য কমিটির কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন।
মূলত সদস্যতা অভিযান নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়
। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ রাজদীপ রায়, প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী,জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, জয়ন্ত সাহা সহ অন্যান্য নেতৃত্ব। জেলার অন্তর্গত ছয়টি মন্ডল কে টার্গেট দেওয়া হয়েছে কুড়ি হাজার করে সদস্য পদ সংগ্রহ করতে হবে। ইতিমধ্যে অনলাইন এবং অফলাইন দুই পর্যায়ে এই সদস্যতা অভিযান চলছে। এই কর্মসূচিকে আরও তেজী আনার লক্ষ্যে মূলত ডঃ রাজদীপ রায়ের আজকের এই সফর। যদিও রামচন্দ্র ঘাট এবং আশারাম বাড়ি টার্গেট থেকে বহু দূরে আছে সেই লক্ষ্যে আগামী ১১ দিন যেন এই কর্মসূচিকে উৎসবের মেজাজে সম্পন্ন করা হয়,সেই লক্ষ্যে আজকে ডক্টর রায় দীর্ঘ আলোচনা রাখেন। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হয় বেলা তিনটায় রামচন্দ্র ঘাট বিধানসভার অন্তর্গত রবিশঙ্কর বিদ্যালয়ের হলঘরে। সেখানে সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা। উপস্থিত ছিলেন ডঃ রাজদীপ রায় তাপস ভট্টাচার্য, পিনাকী দাশ চৌধুরী, সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপি দলের বর্তমান লক্ষ্য সদস্যপদ নবী করন।
51
previous post