82
- প্রতিনিধি , উদয়পুর : রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বিরুদ্ধে বিরোধীদলের অপপ্রচার তথা কুৎসার প্রতিবাদ জানিয়ে এক ধিক্কার মিছিল বের হয় ভারতীয় জনতা পার্টি ৩৩ কাকরাবন শালগড়া মন্ডলের উদ্যোগে । এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন , কাকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার , মন্ডল সভাপতি সহ যুব মোর্চার কর্মীরা । দলীয় অফিস থেকে বের হয়ে কাকরাবনের বিভিন্ন পথ পরিক্রমা করে । পরে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার তীব্র আক্রমণ করেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে। রাজ্য যখন ভারতীয় জনতা পার্টি সরকারের ডাবল ইঞ্জিন চলছে তখন বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের জনগণকে বিভ্রান্ত করার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে । কখনো বন্যা নিয়ে আবার কখনো বিভ্রান্তিকর সংবাদ নিয়ে প্রতিনিয়ত ময়দানে নামছে। কিন্তু রাজ্য সরকার যেভাবে শহর থেকে গ্রাম প্রতিটি জায়গায় উন্নয়নের কাজ করছে তার সুবিধা ভোগ করছে রাজ্যের জনগণ । ইতিমধ্যে কাকড়াবনে নানা উন্নয়ন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । দূর্গা পূজার প্রাক মুহূর্তে বিভিন্ন এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করতে বিরোধীরা এই ধরনের মিছিল মিটিং সংগঠিত করছে। আগামী দিনে রাজ্যের মানুষ এই উন্নয়নের মধ্য দিয়েই যোগ্য জবাব দেবে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের ভোটাররা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ওপরে আস্থা ও ভরসা রাখছে। তার কারণ যেভাবে বিভিন্ন দপ্তরে চাকরি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তা কখনো বিগত দিনে দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেন । এদিন প্রতিবাদী মিছিলে বিজেপি কর্মীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।