প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুরে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা। হিন্দু বাড়ির সামনে গো মাতার কাটা মুন্ডু রেখে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে ঈদের পরের দিন উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সংবাদে জানা যায় , হিন্দু বাড়ির সামনে রাস্তায় গোমস্তক রাখাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে রাধাকিশোর পুর থানাধীন রাজারবাগ সুকান্ত পল্লী এলাকা। মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্ত পল্লী তারন পাড়া এলাকা বাসিন্দা শ্যামল তারণের বাড়ির সামনে ভোর ৪.৩০ নাগাদ গো মস্তক দেখতে পায়। ঘটনা সম্পর্কে শ্যামল তারন জানান , দীর্ঘ সময় ধরে রাজারবাগ সুকান্ত পল্লী তারণ পাড়া এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি। কিন্তু হঠাৎ করে কোন একটি চক্র এই শান্ত এলাকায় ধর্মীয় সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িক বিবাদে সৃষ্টি করার চেষ্টা কেন চালাচ্ছে ? তা বুঝতে পারছেন না এলাকার হিন্দু লোকজনরা। কিন্তু কি কারণে হিন্দু বাড়ির গোমস্তক রাখা হয়েছে তা কোনভাবেই ভেবে উঠতে পারছেন না স্থানীয়রা। যদিও ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আর কেপুর থানার পুলিশ কর্মীরা এবং ঘটনার তদন্ত শুরু করে। খবর পেয়ে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের আর কেপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস । কথা বলেন স্থানীয়দের সঙ্গে । এলাকায় যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান রাখেন এদিন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য তাদের যেন অতিসত্বর শনাক্ত করে কঠোরতম শাস্তি প্রদান করা হয়। বলা যায় মঙ্গলবার সাত সকালে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সকালে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ জ্বলছে।
সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা দুষ্কৃতিকারীদের , উদয়পুরে চাঞ্চল্য
112