ধর্মনগর প্রতিনিধি। অনূর্ধ্ব ১৫ মহিলাদের ক্রিকেটের জন্য জাতীয় দল গঠন এর উদ্দেশ্যে ধর্মনগরে শুক্রবার একদিনের ক্যাম্প অনুষ্ঠিত। এই ক্যাম্পে মোট চারটি মহকুমা যোগদান করেছে। ধর্মনগর , কৈলাশহর, কাঞ্চনপুর এবং লংতরাইভ্যালি এই চারটি মহকুমার প্রতিনিধি নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট একাডেমী থেকে বিশেষজ্ঞরা আসে চারটি মহকুমার প্রতিনিধিদের থেকে ৫০ জনকে তুলে নেওয়া হবে এবং রাজধানীতে এদেরকে নিয়ে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। তার আগে ৩ জুন তেলিয়ামুড়াতে এবং পাঁচ জুন শান্তির বাজারে অনুষ্ঠিত হয়ে গেছে। আজ ধর্মনগরে চারটি মহকুমা কে নিয়ে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে আগরতলায়। আগরতলা থেকে হেড কোচ তপন কুমার দেব, ব্যাটিং কোচ সৌরভ পাল, বোলিং কোচ ইন্দ্রজিৎ ঘোষ, বোলিং স্পিন কোচ অনুপম দে এবং ফিজিওথেরাপিস্ট হিসেবে হিয়ালি দেববর্মা এই ক্যাম্পে যোগদান করেছেন। ধর্মনগর ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক শেখর সিংহা জানান মহকুমার মহিলা ক্রিকেটারদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। আগরতলা থেকে যারা এসেছেন তারাই সিলেক্ট করে নেবেন কারা কারা বিভিন্ন দক্ষতা ও পারদর্শী।
অনূর্ধ্ব ১৫ মহিলাদের ক্রিকেটের জন্য জাতীয় দল গঠন করা হবে। তা নিয়ে ধর্মনগরে এক দিনের ক্যাম্প সম্পাদিত।
104