প্রতিনিধি, উদয়পুর :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল ঘোষিত হয় গত কিছুদিন আগে। আর তাতে উচ্চ মাধ্যমিকে ৪৭৭ নাম্বার অর্থাৎ ৯৪ দশমিক দুই শতাংশ নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করে তৃষা রুদ্র পাল নামে এক ছাত্রী । বৃহস্পতিবার সকালে উদয়পুর পৌর পরিষদের ১৯ নং ওয়ার্ডে তথা চিড়ারমিল নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এই ছাত্রটিকে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। ত্রিপুরেশ্বরী মায়ের ছবি ও মিষ্টিমুখ করিয়ে উপহার দেওয়া হয় । সেইসাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌর চেয়ারম্যান শীতল বাবু বলেন , তৃষা রুদ্র পালের বাড়িতে পৌঁছাতে গেলে অনেকটাই সমস্যা হয় তার কারণ রাস্তাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু এবার তৃষা রুদ্র পাল তার পড়াশুনা এবং নিজের অর্জনে দশম স্থান অধিকার করার ফলে পৌর চেয়ারম্যান হিসেবে তার বাড়িতে যাওয়ার এলাকার রাস্তাটিকে পাকা সড়কে তৈরি করা হবে বলে তিনি এলাকা বাসীদের সামনে বার্তা দেন । পৌর চেয়ারম্যান এই ঘোষণা দেওয়ার সাথে সাথে খুশির আবহ তৈরী হয় এলাকাবাসীদের মধ্যে। এই রাস্তা তৈরি হওয়ার পেছনে তৃষা রুদ্র পালের সব থেকে অগ্রণী ভূমিকা থাকবে বলে আসা ব্যক্ত করেন এলাকাবাসীরা।
135
previous post
নেশা সামগ্রী সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ
next post