Home » মাধ্যমিকে সফল শিক্ষার্থীদের সংবর্ধিত করেন হজ কমিটির চেয়ারম্যান

মাধ্যমিকে সফল শিক্ষার্থীদের সংবর্ধিত করেন হজ কমিটির চেয়ারম্যান

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৯ মে।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক পরিক্ষায় গোলাঘাটি হাই স্কুলের সর্বাধিক নম্বর প্রাপ্ত প্রথম বিভাগে উর্ত্তীন ছাত্রী প্রিয়া ঘোষ কে সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মিয়া। বুধবার দুপুরে গোলাঘাটি স্থিত ছাত্রীর বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন তিনি। সেই সঙ্গে ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করেন। ছাত্রীর পিতা পেশায় সাংবাদিক ভবতোষ ঘোষ উক্ত বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান। তিনি জানান গোলাঘাটি হাই স্কুলে এবারও ভালো রেজাল্ট করেছে ছাত্র ছাত্রীরা। গতবারের মতো এবারেও শতভাগ সাফল্য পেয়েছে স্কুল। এর মধ্যে ছয়জন ছাত্র ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে। গ্রামীণ এলাকায় নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করতে হয় ছাত্র ছাত্রীদের। এছাড়া রয়েছে শিক্ষক সংকট । এরমধ্যেও সকল শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করেছে বলে জানান তিনি । এছাড়া এদিন বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের চতুর্থ এবং নবম স্থানাধিকারী রামজয় সাহা এবং সৌম্যদীপ ভৌমিককে সংবর্ধনা জ্ঞাপন করেন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মিয়া। তাছাড়া প্রমোদনগরের প্রথম বিভাগে উর্ত্তীন হতদরিদ্র পরিবারের দিব্যাঙ্গ ছাত্রী তসলিমা খাতুনকে সংবর্ধনা জানান তিনি। শাহ আলম মিয়া বলেন পড়াশোনায় মেয়েরা এগিয়ে যাচ্ছে। সরকার মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করছে। ওরা আমাদের রাজ্যের ভবিষ্যৎ। আজকের ছাত্র ছাত্রীরা আগামী উন্নত ত্রিপুরার কান্ডারী হবে।

You may also like

Leave a Comment