প্রতিনিধি মোহনপুর:- বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল এলাকার সাধারণ মানুষ। আগরতলা সিমনা সড়কের বৈরাগী পাড়াতে বুধবার দুপুরে পথ অবরোধকে কেন্দ্র করে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ সাপ্লাইয়ের মাধ্যমে পানীয় জল সরবরাহ না হওয়ায় এলাকাতে সমস্যা সৃষ্টি হয়েছে। রয়েছে বিদ্যুৎতের সমস্যা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিমনা বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু এলাকায় তার ছিড়ে গেছে। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। এ অবস্থাতে প্রায় চার দিন যাবত বৈরাগী পাড়া এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। ফলে সাপ্লাইয়ের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমি ওদের দাবি এই এলাকাতে বিকল্প আর কোন পানীয় জলের ব্যবস্থা নেই। ফলে পানীয় জল এবং বিদ্যুতের সমস্যায় নাজির হাল হয়ে পড়েছে এলাকাবাসী। এই সমস্যা অতিসত্বর সমাধান করার দাবিকে সামনে রেখে বুধবার আগরতলা সিমনা সড়ক অবরোধ করে এলাকাবাসী। তাঁদের দাবি অতিসত্বর পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে।জানা গেছে এলাকাতে বিদ্যুতের ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বিদ্যুতের সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু প্রায় চার দিন অতিবাহিত হলেও এই সমস্যার সমাধান না হওয়ায় উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। অবশেষে ফেডকোর আধিকারিক ঘটনাস্থলে এসে অতিসত্বর সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় এই সড়ক।