প্রতিনিধি, বিশালগড় , ২৬ মে।। বিশালগড় বিধানসভার ১৩ টি পঞ্চায়েত গত পাঁচ বছরে মানুষের স্বার্থে কাজ করেছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জনপ্রতিনিধিরা। এই পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান করেন বিধায়ক সুশান্ত দেব। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশালগড় বিধানসভার ১৩ টি গ্রাম পঞ্চায়েতে জয় সুনিশ্চিত করতে কার্যকর্তা সম্মেলন করেন বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক। রবিবার সন্ধ্যা রাতে বিশালগড়ের সূর্য কিরণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, মন্ডল সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক তপন দাস, জেলা সহসভাপতি অমল দেবনাথ, প্রবীণ কার্যকর্তা বরুণ কর্মকার, শিক্ষাবিদ গণেশ ভৌমিক প্রমুখ। মন্ডল, বুথ, স্তরের কার্যকর্তা গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাষণে বিধায়ক সুশান্ত দেব বলেন কার্যকর্তারা দলের শক্তি এবং সম্পদ। আপনাদের নিরলস পরিশ্রমের ফলে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি। আমি যেখানেই যাই আমার প্রাণ বিশালগড়ে পড়ে থাকে। বেশ কয়েকদিন ভিন রাজ্যে সাংগঠনিক কাজ করেছি। তখন বারবার শুধু আপনাদের কথা মনে পড়েছে। তাই রাজ্যে ফিরে এসেই আপনাদের সকলের সঙ্গে সাংগঠনিক আলোচনা মতবিনিময় এবং নৈশভোজ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ১৩ টি পঞ্চায়েতে একদিন করে প্রবাস করবেন বলে তিনি ঘোষণা দেন। সেই সঙ্গে তিনি বলেন সরকারি প্রকল্প বাস্তবায়নে মূল ভূমিকা থাকে পঞ্চায়েত প্রতিনিধিদের। কোন অহংকার নয়, বরং মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। প্রবীণ নবীন সকল কার্যকর্তাদের নিয়ে শ্রেষ্ঠ বিশালগড় গড়ার কথা বলেন তিনি। শেষে যুব মোর্চার প্রদেশ সদস্য তথা বিশিষ্ট সংগীত শিল্পী রাজেশ ঘোষের সংগীতানুষ্ঠান মাতিয়ে তুলে সভাগৃহ। সবশেষে মিলিত ভোজন পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
338
previous post