প্রতিনিধি, উদয়পুর :-শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ উদয়পুর ব্রম্মাবাড়ী স্থিত বিজেপি জেলা কার্যালয় তথা অটল ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , গোমতী জেলা বিজেপির সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার , সহ-সভাপতি বাবুল দেব সহ প্রমূখ। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার বলেন , বামেরা রাজ্যজুড়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে । তার প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন । তিনি বলেন , সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ শানান। কিন্তু যেসব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সম্পূর্ণ সাংবাদিক সম্মেলনের সমস্ত বক্তব্য ভিত্তিহীন বলে বিধায়ক জিতেন্দ্র মজুমদার দাবি করেন। রাজ্যে সর্বত্র উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকরা কাজ করে চলেছে। এত কাজ হওয়ার পরেও মিথ্যা কথা বলে চলেছেন বামেরা । এদিকে ২০১৮ সাল থেকে শুরু করে ২০১৯ সাল এবং ২০২৩ সালেও বামেদের বাজেয়াপ্ত গিয়েছে এই রাজ্যের বুকে । সবমিলিয়ে বামেরা বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে । অপরদিকে তিনি দাবি করেন আগামী ৪ ঠা জুন বিজেপি সরকার ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে । সেই সাথে তিনি বলেন , যেভাবে বামেরা মিথ্যাচার করে চলেছে তার প্রতিবাদে শনিবার বিকেল চারটা নাগাদ উদয়পুরের রাজপথে প্রতিবাদ মিছিল সংঘটিত করবে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তিনি উদয়পুর পৌর পরিষদের পৌর কর্মচারীকে মারধরের ঘটনা নিয়েও বামেদেরকে তীব্র আক্রমন শানান। সেইসাথে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের ভূমিকা নিয়েও তিনি অকপটে ক্ষোভ প্রকাশ করে । তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকেও তীব্র আক্রমণ শানিয়েছেন । তিনি দাবি করেন , ২০১৯ সালের লোকসভায় যে কয়টি আসন পেয়েছিল বিজেপি তার থেকে এবার অধিক আসন নিয়ে পশ্চিমবঙ্গ দখল করবে ভারতীয় জনতা পার্টি । এইদিনের গোটা সাংবাদিক সম্মেলনে বামেদের নিশানা করতে ছাড়েননি বিধায়ক জিতেন্দ্র মজুমদার ।
160
previous post