প্রতিনিধি, উদয়পুর :-বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফোটামাটি বাজারে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন বাজার সেড তৈরি করার জন্য । বিগত সরকারের আমল থেকে ব্যবসায়ীদের এই দাবি উঠে আসছিল । কিন্তু কখনো গ্রাম পঞ্চায়েতে হোক অথবা সেই সময় বাম বিধায়ক কোন জনপ্রতিনিধি ব্যবসায়ীদের কথা ভাবেনি। এর ফলে টিনের ছাউনির নীচে শীত , গ্রীষ্ম ও বর্ষার মধ্যে তাদের ছোটখাটো ব্যবসা চালিয়ে গিয়েছে। দেখতে দেখতে বহু বছর কেটে গিয়েছে কিন্তু সমস্যা সমাধানের জন্য সামনের দিক থেকে কোনো জনপ্রতিনিধি এগিয়ে না আসার ফলে এবার সরকার পরিবর্তন হওয়ার পর বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়ার কাছে ব্যবসায়ীরা দাবি তুলে তাদেরকে একটি পাকা সেড ঘর নির্মাণ করে দিতে হবে । ব্যবসায়ীদের দাবি মেনে এবার বিধায়ক পাকা সেড ঘর নির্মাণ করে দিয়েছেন । কাজের গুণগতমান সঠিক রয়েছে কিনা এবং কতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেসব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য বুধবার দুপুরে ফোঁটা মাটি বাজার পরিদর্শন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। বর্তমান সরকারের বিধায়কের এই ধরনের উন্নয়নের ফলে খুশি ব্যবসায়ী মহল ।
114