ধর্মনগর প্রতিনিধি :- যারা চুল বাঁধেন তারা রান্নাও করতে পারেন ভালো ,তার উৎকৃষ্ট উদাহরণ হল মন্টু বোরা নামে সিআরপিএফের 124 নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল। তার বাড়ি জানা গেছে বরপেটা আসাম।। তার ডিউটি হয়েছিল ৩৩/৫৭ বিধানসভা কেন্দ্রের উত্তা খালি পঞ্চায়েত অফিসে। উনার ডিউটিতে ছিল মহিলাদের বেশ বড় লাইন। তারমধ্যে এক মহিলা ছিল একটি বাচ্চা নিয়ে যা কোলের বাচ্চা হিসেবে বিবেচিত। মহিলা লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোট দিতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল এমন অবস্থায় ভোট গ্রহণ পড়বে ভোট দেবে আশায়। তখন মন্টু বাবু হঠাৎ করে এত কষ্ট জর্জরিত অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে বলেন বাচ্চাটা তার হাতে দিয়ে দিতে। একদিকে বন্ধুক অন্যদিকে বাচ্চা নিয়ে সাড়ে পাঁচ মিনিটের মত সময় অতিক্রান্ত হওয়ার পর মহিলা ভোট দিয়ে এসে বাচ্চাটিকে পুনরায় নিজের কোলে নেন। এই যে বাচ্চাটি মন্টু বাবুর কোলে ছিল তা ভাইরাল হয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ফ্রন্ট পেজে ছবি প্রদর্শিত হয়।। এতে তার ডিপার্টমেন্ট খুশি হয়ে আড়াই হাজার টাকা পুরস্কারে ঘোষিত করেন এবং ধর্মনগরের উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী বিশেষ সম্মাননায় ভূষিত করেন। এতে আবার ও প্রমাণিত হয় যে যিনি রাধতে পারেন তিনি চুল বাঁধতেও পারেন।
মন্টু বোরা, বাচ্চা শিশুদের নিয়ে ভাইরাল হলেন সিআরপিএফ ১২৪ নং ব্যাটালিয়নের জোয়ান।
by admin
written by admin
158
previous post