প্রতিনিধি, গন্ডাছড়া ২১ এপ্রিল:- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রাইমাভ্যালীতে চলছে জোরদার প্রচার। রবিবার মহিলা মোর্চার উদ্যোগে নারায়নপুর দেবনাথ পাড়ায় আরো একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার, সহ-সভানেত্রী সতী চাকমা, মন্ডলের মহিলা মোর্চা সভানেত্রী বর্না দাস মন্ডল, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ। সেখানে প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বলেন মোদী সরকারের উন্নয়নমূলক কাজের মধ্যে একটি উজ্জলা যোজনায় মহিলাদের বিনামূল্য গ্যাস সরবরাহ। তাতে করে দেশের কয়েক লক্ষ কোটি মহিলা এর সুবিধা ভোগ করছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে জন দরদী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে উনার বিশ্বাস। পাশাপাশি আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহবান রাখেন। এদিকে রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে পঞ্চরতন বাজারে এদিন আরও একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, মহিলা মোর্চা প্রদেশ সহ-সভানেত্রী সতী চাকমা প্রমুখ। বাজার সভায় বক্তারা বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করে মোদিজীর হাতকে শক্তিশালী করার আহ্বান রাখেন। এদিন ছোট থেকে বড় দলের প্রতিটি সভাতেই বিশাল আকারের কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
106