প্রতিনিধি মোহনপুর:-দীর্ঘদিন যাবত পালিয়ে আত্মগোপন থাকার পর পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত নেশা কারবারি নিখিল সরকার উরফে জুলু। রবিবার বামুটিয়ার বরজুর স্থিত নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছিল পুলিশ।
বিগত প্রায় এক বছর যাবত পুলিশের সাথে লুকা চুপি খেলে আসছিল বামুটিয়া এলাকাতে নেশা কারবারের সাথে জড়িত অন্যতম নাম নিখিল সরকার ওরফে জুলু। পাশাপাশি বাংলাদেশি অর্থ আনা নেওয়ার কাজ করত সে। তাঁর বাড়িতে ২০২৩ সালে অভিযান চালিয়ে অবৈধ গাঁজা, ফেনসিডিল সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ। এই বিষয়ে লেফুঙ্গা থানাতে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছিল পুলিশ। কিন্তু দীর্ঘদিন যাবত পলাতক থাকায় পুলিশ বহু সন্ধান করেও তাঁকে গ্রেফতার করতে পারেনি। রবিবার নববর্ষের দিন বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া, সাব ইন্সপেক্টর শান্তি রঞ্জন দেবনাথের নেতৃত্বে জুলুর বাড়িতে হানা দেয়। কিন্তু পুলিশকে দেখে ঘর থেকে পালিয়ে যায় সে। প্রায় দুই কিলোমিটার দৌড়ানোর পর জুলুকে গ্রেফতার করতে পারে পুলিশ।
কুখ্যাত নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ
129