Home » ১৫ই এপ্রিল অমিত শাহকে স্বাগত জানিয়ে কুমারঘাটে বাইক রেলী

১৫ই এপ্রিল অমিত শাহকে স্বাগত জানিয়ে কুমারঘাটে বাইক রেলী

by admin

প্রতিনিধি কৈলাসহর:-পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে আগামী ১৫ই এপ্রিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজী কুমারঘাটে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।কুমারঘাট পিডব্লুডি মাঠে অনুষ্ঠিত হবে এই জনসভা।এই কর্মসূচিকে সামনে রেখে আজ পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে বাইক রেলী অনুষ্ঠিত হয়।আয়োজিত এই বাইক র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, জেলা সভাপতি পবিত্র দেবনাথ,মন্ডল সভাপতি কার্তিক দাস সহ বিভিন্ন মোর্চার পদাধিকারীরা। বিজেপি এবং ত্রিপ্রা মথার যৌথ ব্যাবস্থাপনায় এই বাইক রেলী অনুষ্ঠিত হয়েছে কুমারঘাট শহরের বিভিন্ন এলাকায়।যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বাইক রেলীতে প্রচুর সংখ্যক যুব কর্মীরা অংশগ্রহণ করেছেন।

You may also like

Leave a Comment