প্রতিনিধি , উদয়পুর :-
আগামী দিনে রাজ্যে উন্নয়নের প্রবাহ ধরে রাখতে ভারতীয় জনতা পার্টি মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন । তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে গণদেবতার কাছে প্রতিদিন আহ্বান রাখছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। একই সাথে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে । তার জন্য কেন্দ্রে শক্তিশালী সরকার প্রয়োজন । প্রতিদিন নিজ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে কখনো বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান , আবার কখনো পথসভা , কখনো আবার ছোট ছোট আকারে জনসভা । প্রতিদিন সকাল থেকে রাত রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে খামতি রাখতে চাইছে না অর্থমন্ত্রী। যত ভোটের দিন এগিয়ে আসছে সামনের দিকে তত তেজি বাড়ছে প্রচারে । একের পর এক প্রচার অভিযানকে কেন্দ্র করে বিরোধীরা এক প্রকার অর্থমন্ত্রী প্রণজিৎ এর কাছে ক্রমশ পিছিয়ে পড়ছে । বিরোধীরা কোনভাবেই প্রচারে নিজেদেরকে ধরে রাখতে পারছে না । শনিবার সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে ১৭ এবং ১৮ নং বুথে নির্বাচনী প্রচার করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন প্রচারে বের হয়ে গণদেবতাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন নরেন্দ্র মোদী ভারতের জনগণের সেবক। ১৪০ কোটি জনগনের স্বপ্ন পূরণ করতে হবে নরেন্দ্র মোদিকে। তাই মোদি কা গ্যারান্টি-র উপর ভরসা রাখুন । যেভাবে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রচারের দিনের পর দিন ঝড় তুলতে শুরু করেছে নিজ বিধানসভা কেন্দ্রে তাতে করে এক প্রকার চিন্তার ভাঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে।