প্রতিনিধি,গন্ডাছড়া :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালী মন্ডলে ভারতীয় জনতা পার্টির একের পর এক বুথ অফিস উদ্বোধন চলছে। শনিবার ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসের দিন রাইমাভ্যালীতে বেশ কিছু বুথ অফিস উদ্বোধন হয়। এর মধ্যে একটি নারায়ণপুর মগ পাড়ার ৪১ নং বুথ। ফিতা কেটে বুথ অফিস ঘরের শুভ উদ্বোধন করেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস.সি মোর্চা সভাপতি অতীত চন্দ্র দাস, শক্তি কেন্দ্রের কনভেনার অভিজিৎ রুদ্র পাল, বুথ সভাপতি সি. মগ, প্রবীণ দলীয় নেতৃত্ব প্রেম কুমার ত্রিপুরা প্রমুখরা। বুথ অফিস উদ্বোধন শেষে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা জানান পার্টির গাইডলাইন মেনে রাইমাভ্যালী মন্ডলের ৭০ টি বুথেই একের পর এক বুথ অফিস উদ্বোধন করা হচ্ছে। মন্ডল সভাপতি আরো জানান আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মা এই এলাকা থেকে বিপুল ভোটে জয়ী হবেন এই আশা ব্যক্ত করেন মন্ডল সভাপতি। দলীয় প্রার্থীর সমর্থনে কর্মীরা গোটা রাইমাভ্যালী এলাকা জুড়ে জোরালো ভাবে প্রচার অভিযান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি জানান রাইমাভ্যালীতে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোন দলের প্রার্থীর প্রচার চোখে দেখা যাচ্ছে না। এদিন বুথ অফিস উদ্বোধন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দারুন সারা লক্ষ্য করা যায়।
109