প্রতিনিধি, উদয়পুর :-
সোমবার দুপুর তিনটে নাগাদ উদয়পুর পৌর পরিষদের ২১ নং ওয়ার্ডের ৪৪ নং বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে পুষ্প বৃষ্টি দিয়ে স্বাগত জানানো হয়। এদিন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , আরকেপুর মন্ডলের প্রভারী গৌতম কর ও ওয়ার্ড কমিশনার মান্নান মিঞা সহ প্রমূখ । এদিনের যোগদান সভায় স্বাগত ভাষণ রাখেন আর কে পুর মন্ডলের গৌতম কর। পরে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সেই সাথে প্রতিটি বুথে কাজ করতে হবে কর্মীদেরকে। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , ২০০৩ এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২০০৮ এর নির্বাচন এই সোনামুড়া চৌহমুনী এলাকায় ব্যাপক সন্ত্রাস নামিয়ে এনেছিল সিপিআইএম। এক বাড়িতে বিবর্ষ আক্রমণ করা হয়েছিল। অত্যাচারের ঘটনার সাথে যুক্ত তৎকালীন সে বামকর্মীর বিরুদ্ধে মামলা করার পর আদালত তাকে জেলে পাঠিয়েছে। পরবর্তী সময়ে সে অত্যাচারী বাম কর্মী এলাকায় যখন ফিরে আসে তখন তাকে তৎকালীন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছিলেন সেই বাম দলে। বহু অত্যাচারের সাক্ষী তৎকালীন সময় থেকে এই এলাকায় রাজনৈতিক করতে গিয়ে ব্যক্তিগতভাবে তা সম্পূর্ণভাবে আমার অবগত রয়েছে। মন্ত্রী বামেদের বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে এলাকায় স্বজন পোষণ বিভিন্ন বিষয় নিয়ে তীব্র আক্রমণ শানান সিপিআইএমকে। পরবর্তী সময় এদিনের যোগদান সভায় ৩২ পরিবারের ১১৫ জন ভোটার যোগ দেয় ভারতীয় জনতা পার্টিতে । দলীয় পতাকা দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই যোগদান সভাকে কেন্দ্র করে সোনামুড়া চৌহমুনী এলাকার দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।