প্রতিনিধি, বিশালগড় ,।। প্রদেশ স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত বিজেপি তিপরা মথার কর্মীরা যৌথ ভাবে কাজ শুরু করেছে । গোলাঘাটি বিধানসভায় তিপরা মথা এবং বিজেপির নেতা কর্মীরা সঙ্ঘবদ্ধভাবে মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করছে । শনিবার বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে গাবর্দি বাজারে মিছিল করে বিজেপি তিপরা মথার নেতা কর্মীরা। যৌথ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক মানব দেববর্মা। এছাড়া ছিলেন বিজেপির জেলা সহসভাপতি অমল দেবনাথ, সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা সহ বিজেপি এবং তিপরা মথার নেতা কর্মীরা। নিজ নিজ দলের পতাকা নিয়ে মিছিলে অংশ নেন উভয় দলের সমর্থকরা। বিজেপি তিপরা মথা জোট মাঠ পর্যায়ে কার্যকর হচ্ছে তা যৌথ কার্যক্রমে পরিলক্ষিত হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মানব দেববর্মা বলেন গোলাঘাটির বিজেপির নেতা কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন । এলাকার বাম বিরোধী মানুষদের নিয়ে ভোটের ময়দানে লড়াই করেছিলেন। তিনি বলেন এলাকার জাতি জনজাতি সকল অংশের মানুষের আশীর্বাদে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হবেন । তিনি আরও বলেন গোলাঘাটি বিধানসভায় কংগ্রেসের কোন ভোট নেই বললেই চলে । সিপিএমের ভোটারদের সমর্থন কংগ্রেস প্রার্থী পাবে কি-না সন্দেহ রয়েছে । তাই বিভ্রান্তির শিকার না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোট দেওয়ার আহবান জানান তিনি । কারণ এ রাজ্যের জাতি জনজাতি সকলের উন্নয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সম্ভব । এখন সরকারি প্রকল্পের সুবিধা সকলের ঘরে পৌঁছে যাচ্ছে । সিপিএম গরিব মানুষের উন্নয়ন নিয়ে রাজনীতি করেছে । এদের আর সুযোগ দেয়া যাবেনা। গোলাঘাটি বিধানসভায় বিপুল ভোটে বিজেপি তিপরা মথা জোট প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহবান জানান তিনি ।
109