উদয়পুর প্রতিনিধি
আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে । শাসক এবং বিরোধী উভয় দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে গোটা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র জুড়ে । শুক্রবার সকাল থেকে বাগমা বিধানসভা কেন্দ্র এবং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র জুড়ে ইন্ডিয়া জোট তথা কংগ্রেসের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে বাম ও কংগ্রেস দুই দলের কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা বাজার সভা সংঘটিত করে । প্রতিটি বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস সাহা থেকে শুরু করে বাম নেতৃত্ব প্রত্যেকে তীব্র আক্রমণ শানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে। একই সাথে আক্রমণ শানান কেন্দ্রের মোদি সরকার। একের পর এক আক্রমণের নিশান আইনে বিরোধী রাজনৈতিক দল তথা কংগ্রেস ও সিপিআইএম । নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেল জওয়ানরা ব্যাপক নিরাপত্তা দেয় বিরোধী রাজনৈতিক দলের ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশীষ কুমার সাহা কে । কিন্তু ঐদিন মহারানী হাসপাতাল চৌমুনীতে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা ভাষণ চলাকালীন সময় হঠাৎ কোন এক রাজনৈতিক দলের স্লোগানে পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার মুহূর্তেই কড়া মনোভাব পোষণ করে কেন্দ্রীয় বাহিনী। আর তাতে কোন ধরনের রাজনৈতিক উত্তেজনা ছড়াতে পারেনি এদিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী হাসপাতাল চৌমুহনী বাজারে ।