প্রতিনিধি , উদয়পুর :- চৈত্রের গরমে ভোট প্রচার চলছে জোড় কদমে । মাথাবাড়ি বিধানসভা ৫০ নং বুথের অন্তর্গত মুড়াপাড়া শাস্ত্রী কলোনি এলাকায় বিজেপির সমস্ত কর্মীদের নিয়ে জনসম্পর্ক অভিযানে বের হন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। জন সম্পর্ক অভিযানে বের হয়ে বিধায়ক প্রতিটি বাড়িতে বিভিন্ন নাগরিক থেকে শুরু করে ভোটারদের কাছে দলীয় ভাবে বিভিন্ন প্রচারের কর্মসূচি তুলে ধরেন একই সাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলকের যে কাজকর্ম হয়েছে গোটা বিধানসভা জুড়ে সে তথ্য রাখেন জনসাধারণের কাছে। সেই সাথে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন প্রচার করেন বিধায়ক অভিষেক দেবরায় । আগামী ১৯ এপ্রিল যে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা আসনে তাকে সামনে রেখে দলীয় কর্মীরা এদিন বিভিন্ন গ্রামীণ এলাকায় বিধায়কদের সাথে নিয়ে পোস্টার এবং দলীয় প্রচারে গিরে ফেলেন গোটা শাস্ত্রী কলোনি এলাকা । বিধায়ক অভিষেক দেবরায় প্রচারে বের হয়ে দাবি করেন , পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যমাত্রা কে প্রাধান্য দিয়ে এবং প্রধানমন্ত্রী গ্যারান্টিকে প্রতিটি মানুষের দৌড় গড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়া পাড়া শাস্ত্রী কলোনী এলাকায় এই জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হয়েছে । আগামী দিনেও এই ধরনের জনসম্পর্ক অভিযান জারি থাকবে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রতিটি পঞ্চায়েতের গ্রাম জুড়ে । শুক্রবার সকালে বিধায়ক অভিষেক দেবরায়ের এই প্রচার অভিযান কে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গোটা শাস্ত্রী কলোনী এলাকায় ।
132
previous post