Home » বামুটিয়ায় ২০১৭০ জন ভোটার যোগ দিলেন বিজেপিতে, সিমনায় সভা করলেন বিপ্লব

বামুটিয়ায় ২০১৭০ জন ভোটার যোগ দিলেন বিজেপিতে, সিমনায় সভা করলেন বিপ্লব

by admin

প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়ায় এক প্রকাশ সমাবেশের মধ্য দিয়ে ২০১৭০ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। শুক্রবারের এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
সিপিআইএম দীর্ঘ ২৫ বছর শুধুমাত্র মানুষকে শোষণ করে গেছে। মুখে বলেছে গরিবের সরকার। কিন্তু বাস্তবে গরিবের জন্য একটি কাজও করেনি এই বাম সরকার। বামুটিয়া বিনোদিন স্কুল মাঠে এই ভাবেই বক্তব্যে শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০২৩ বামুটিয়া বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিল বিজেপির বিধায়ক কৃষ্ণ ধনদাস। এই দিন রাজিব ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টির সরকার ৩ লক্ষ্য ৭২ হাজার ঘর রাজ্যের গরিব পরিবারগুলোকে প্রদান করেছে। প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিয়েছে এই সরকার। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে রাজ্যে। এই উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করানোর আহ্বান করলেন তিনি। অন্যদিকে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার জীবনের অন্তি লগ্নে এসে ভোট দিতে হবে কংগ্রেসকে। এটা উনার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা হবে বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি মানিক সরকার কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন কিনা সেই বিষয়টিও জনসমক্ষে স্পষ্ট করার কথা বললেন বিপ্লব। এদিনের সমাবেশে রাজ্যের সন্ত্রাসবাদের উত্থান, বিভিন্ন সময় বিধায়ক মন্ত্রীদের খুনের ঘটনা পেছনে কংগ্রেস এবং সিপিএমের হাত ছিল বলে সরাসরি অভিযোগ আনলেন বিপ্লব কুমার দেব। এদিন পরবর্তী সময়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন বিপ্লব কুমার দেব, রাজিব ভট্টাচার্য, মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন ১ নং সীমনা বিধানসভা এলাকাতেও বাইক রেলি অনুষ্ঠিত হয় বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মাথার উদ্যোগে। এদিন খোয়াই চৌমুহনি এলাকা থেকে শুরু হয় বাইক রেলি। বিভিন্ন পথ পরিক্রমা করে বৈরাগী পাড়ার অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। এই সভাতে উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মা, হেজামারা বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, যুব মোর্চার নেতা বিনোদ দেববর্মা সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment