প্রতিনিধি , উদয়পুর :-
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে উদয়পুর সোনামুড়া চৌমুহনী স্থিত বিজেপির দলীয় অফিসে বিভিন্ন এলাকার দলীয় কর্মী এবং নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তিনি । এই বৈঠকে দলীয় কর্মী এবং নেতৃত্বদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে তিনি আহ্বান রাখেন , আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কে জয়ী করে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনটি দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। একই সাথে প্রতিটি বুথে দলীয়ভাবে প্রচার জোরদার ভাবে করতে হবে । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ভোটারদের সামনে তুলে ধরতে হবে । ছোট ছোট আকারে মিটিং , মিছিল থেকে শুরু করে আরো নানা কর্মসূচি রাজনৈতিকভাবে হাতে নিতে হবে। পাশাপাশি বিরোধীদের মিথ্যা অপপ্রচার উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন পথসভায় তা তুলে ধরতে হবে । এদিন দলীয় কর্মীদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আহ্বান রাখেন আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে আরও বেশি পরিমাণে যাতে ভোট পেয়ে জয়লাভ করতে পারে বিপ্লব কুমার দেব সেদিকে লক্ষ্য রেখে গোটা বিধানসভা প্রচারে তেজি আনতে হবে । এ বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন , পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ,আরকে পুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম সহ প্রমুখ। দলীয় বৈঠকে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো।