Home » রাজ্যের জনজাতিদের উন্নয়নে কাজ করছে বিজেপি- মুখ্যমন্ত্রী

রাজ্যের জনজাতিদের উন্নয়নে কাজ করছে বিজেপি- মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া,১৯মার্চ। রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে বিজেপি। সঙ্গে আমরা সম্মানও দিচ্ছি। কংগ্রেস সিপিএমের কাছে কোন ইস্যু নেই। কি নিয়ে ওরা রাস্তায় বেরোবে। দেশের প্রধানমন্ত্রী রোজই রাজ্যের জন্য কিছু না কিছু দিচ্ছেন। আজ তেলিয়ামুড়ায় পৃষ্ঠা প্রমুখদের সম্মেলনে এ কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দুপুর সাড়ে বারোটায় তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে তে লিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৫৪টি বুথ থেকে ১০৬৬ জন পৃষ্ঠা প্রমুখ বুথ সভাপতি শক্তি কেন্দ্রের ইনচার্জ সহ মন্ডল এবং জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলনে স্বাগত ভাষণ রাখতে গিয়ে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় পৃষ্ঠা প্রমুখদের ভূমিকা উল্লেখ করতে গিয়ে বলেন, ২০১৮ সালে এবং ২০২৩ সালে বিধানসভা নির্বাচনগুলিতে পৃষ্ঠা প্রমুখদের গুরুত্বপূর্ণ ভূমিকা জন্যই জনপ্রতিনিধি হতে পেরেছেন। পৃষ্ঠা প্রমুখরী দলের মূল কান্ডারী বলেও উল্লেখ করেন এবং আগামী দিনে ও পৃষ্ঠা প্রকরাই দলের কান্ডারী হিসেবে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। পৃষ্ঠা প্রমুখ প্রদেশ ইনচার্জ সুবল ভৌমিক বলেন, সিপিএমের মতো একটি জগদ্দল পাথরকে রাজ্যের ক্ষমতা থেকে সরাতে পৃষ্ঠা প্রমুখদের ভূমিকা অপরিসীম। ২০১৮ সালের নির্বাচনের আগে পৃষ্ঠা প্রমুখদের গুরুত্ব সিপিএম বোঝার আগেই ওরা চলে গেছে। আগামী দিনে ও প্রমুখরাই দোলের দিক নির্দেশ করবে বলে মাথা ব্যক্ত করেন শ্রী ভৌমিক। সম্মেলনের অপর বক্তা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আর রাজ্যের প্রতিটি বুথেই একটি করে পদ্মফুল ফোটানোর জন্য পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে আহ্বান রাখেন। লোকসভা নির্বাচনে দুটি আসনে ই জয়ী করে মোদীজি কে পুনরায় প্রধানমন্ত্রী আসনে বসানোর আশা ব্যক্ত করেন। সম্মেলনের প্রধান বক্তা আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, মোদি জি রোজী রাজ্যের জন্য কোন না কোন কিছু দিচ্ছেন। আমরা কোনদিন ভাবতেই পারিনি আমাদের রাজ্য থেকে এতগুলি ট্রেন বহির রাজ্যে চলবে। এতগুলো জাতীয় সড়ক হবে। মোদি জি মানেই উন্নয়ন। মোদিজীর হাতকে শক্ত করতেই আর রাজ্য থেকে দুটি আসনে বিপুল ভোটে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। আজকের তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে তিল ধারানোর জায়গা ছিল না। তিস্তা প্রমুখ থেকে দলের প্রতিটি কর্মীর ই উৎসাহ ছিল লক্ষণীয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রভারই রাজুজি, মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, প্রদেশ পৃষ্ঠা প্রমুখ কো ইনচার্জ সুভাষ সরকার প্রমুখ।

You may also like

Leave a Comment