115
প্রতিনিধি কৈলাসহর:-লোকসভা নির্বাচনের প্রাক্কালে সর্বত্রই যোগদান কর্মসূচী অব্যাহত রয়েছে।পাবিয়াছড়া বিধানসভার ৩২ নং বুথের ভরত দেববর্মা পাড়াতে আজ ১৯ পরিবারের ৬০ জন ভোটার এবং ৫২ নং বুথের অন্তর্গত রামগুনা পাড়া এলাকায় ৪০ পরিবারের ১৫৫ জন ভোটার বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস।