Home » বামুটিয়া মণ্ডলের সাংগঠনিক সভাতে উপস্থিত বিপ্লব কুমার দেব

বামুটিয়া মণ্ডলের সাংগঠনিক সভাতে উপস্থিত বিপ্লব কুমার দেব

by admin

প্রতিনিধি মোহনপুর:-আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ৩নং বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সোমবার। গান্ধীগ্রামে বৈদ্যনাথ অডিটরিয়ামে এই সাংগঠনিক সভাতে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিপ্লব কুমার দেব পশ্চিম আসনের প্রার্থী হয়ে রাজ্যে আসার পর বিভিন্ন মন্ডলে একের পর এক সভা সংগঠিত করছেন। সোমবার পাকুটিয়া বিধানসভাতে প্রার্থী হওয়ার পর প্রথম সভা করলেন বিপ্লব কুমার দেব। নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দল বিজেপি তাঁর শাখা সংগঠন এবং মাদার সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়মিত করছে। সোমবার গান্ধীগ্রামের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিনে এই সভাতে মন্ডলের সমস্ত কার্যকর্তা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মূলত বামুটিয়া বিধানসভা এলাকাতে লোকসভা নির্বাচনের বিভিন্ন রনকৌশল এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

You may also like

Leave a Comment