প্রতিনিধি, উদয়পুর :-
ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা গোমতী জেলা স্নেহ সংবাদ অভিযান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে । এদিনের স্নেহ সংবাদ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় , রামপদ জমাতিয়া , জিতেন্দ্র মজুমদার ও সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিঞা এবং গোমতী জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক মিঞা সহ প্রমুখ । এদিন এই সভায় স্বাগত ভাষণ রাখেন , গোমতী জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক মিঞা । এদিনের সভায় অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের জন্য বিভিন্ন নানা প্রকল্প চালু করেছে । তিনি বলেন , বিরোধীরা চেষ্টা করে গিয়েছে দেশের ক্ষমতাসীন দল বিজেপিকে বদনাম করার জন্য । রাজ্যের বুকে ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দল গুলি নানাভাবে অপচেষ্টা করেছে সংখ্যালঘুদের মধ্যে বিজেপির বিরুদ্ধে বিদ্বেষ মূলক কিছু বক্তব্য তুলে ধরে তাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে মাঠে নামানোর জন্য। কিন্তু এই রাজ্যের সংখ্যালঘুরা বিরোধীদের সেই ফাঁদে পা দেয়নি । বর্তমান রাজ্য সরকার এই রাজ্যে পানীয় জল থেকে শুরু করে কৃষি ক্ষেত্র এবং উচ্চশিক্ষা থেকে শুরু করে বিদ্যালয়ে শিক্ষা ইত্যাদি নানা বিষয়ে জোর দিয়েছে সার্বিক বিকাশের পথে এই ত্রিপুরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে । এদিন সকল অতিথিরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংখ্যালঘুদের সভায় । এদিন ২০২৪ সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান রাখেন নেতৃত্বরা। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা গোমতী জেলা স্নেহ সংবাদ অভিযানকে কেন্দ্র করে এদিন সংখ্যালঘু মহিলা থেকে শুরু করে পুরুষদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।