প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বিধানসভা এলাকার মন্ডলের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এদিন ফটিকছড়া চা বাগানে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুর বিধানসভার বিভিন্ন মোর্চার নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে পৃথক পৃথক ভাবে নিজ বিধানসভার বাইরে প্রাকৃতিক পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে আসছে বেশ কিছুদিন যাবৎ। তার ধারাবাহিকতা বজায় রইল শনিবার। এই দিন বাবুটিয়া বিধানসভার ফটিকছড়া চা বাগানে প্রাকৃতিক পরিবেশে মন্ডল কমিটির বিভিন্ন মোর্চার নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী রতনলাল নাথ বলেন মন্ডল কমিটির সিদ্ধান্ত মূলেই এই ধরনের আয়োজন করা হয়েছে। এদিনের এই সভাতে নমো অ্যাপ ব্যবহার, প্রধানমন্ত্রীর মনকি বাত শোনা এবং অন্যান্যদের উৎসাহিত করা, পিএম বিশ্বকর্মা যোজনা সম্পর্কে নিজে সচেতন হওয়ার পাশাপাশি জনগণকে সচেতন করার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাম মন্দির উদ্বোধনের দিন গোটা মোহনপুর বাসি একত্রিত হয়ে হাজারো কণ্ঠে গীতা এই ধরনের আয়োজন করারও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ,মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা সহ অন্যান্যরা।
মোহনপুর মন্ডলের বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক
142