প্রতিনিধি , উদয়পুর :-
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হতে না হতেই রাজনীতির ময়দানে নেমে পড়লেন শাসকদল বিজেপি। আগামী বছর গোটা দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । একই সাথে রাজ্যে দুইটি আসনে লড়াই করবে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই নিজেদের সাংগঠনিক কাজকর্ম গুছিয়ে নিতে ইতিমধ্যেই বিভিন্ন দলীয় কার্যক্রম শুরু করে দিয়েছে গোমতী জেলা হিসেবে নেতৃত্ব । মঙ্গলবার দুপুরে উদয়পুরে বিজেপির জেলা অফিসে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় । এই দিন গোমতী জেলা বিজেপির পূর্ণাঙ্গ জেলা কমিটি , এই জেলার মোর্চার বিভিন্ন সভাপতি গন ও সাধারণ সম্পাদক , জানার অন্তর্গত সকল মন্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক গণদের নিয়ে এই বৈঠক করেন গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। এছাড়া বৈঠকে ছিলেন , অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস , বিজেপি প্রদেশ সম্পাদক রতন ঘোষ সহ প্রমুখ । সাংগঠনিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি অভিষেক দেবরায় দলীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন , আগামী লোকসভা কে কেন্দ্র করে এখন থেকেই প্রতিটি মন্ডল ভিত্তিক সংগঠনকে সাজিয়ে তুলতে হবে । সেই সাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রতিটি অঞ্চলভিত্তিক সাধারণ ভোটারদের কাছে নিয়ে যেতে হবে । পাশাপাশি সংগঠনকে মজবুত করার লক্ষ্যে দলীয় কর্মসূচি বাড়িয়ে তুলতে হবে এই গোমতী জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে । সেই সাথে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী সকলেই যেন সংগঠনের কাজের উপর জোর দেয় সেই সাথে ছোট ছোট আকারে সভা ও মিছিল শুরু করতে হবে। একই সাথে নতুন ভোটারদের নাম সঠিকভাবে ভোটার লিস্টে উঠেছে কিনা সেইসব বিষয়গুলি নজর রাখতে হবে । গোমতী জেলার বিজেপির এই সাংগঠনিক বৈঠকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বদের উপস্থিতি ছিল সারা জাগানো ।