Home » মোহনপুরে যুব মোর্চার কার্যকারিণী বৈঠক সম্পন্ন

মোহনপুরে যুব মোর্চার কার্যকারিণী বৈঠক সম্পন্ন

by admin

প্রতিনিধি মোহনপুর:-যুব মোর্চার কর্মীদের সেবা পরায়ন মনোভাব রাখতে হবে। মানুষ, রাজ্য এবং দেশকে সবচেয়ে প্রথম ভালবাসতে হবে। প্রত্যেকের বিপদে এগিয়ে যেতে হবে। যাদের মধ্যে এই গুণগুলো নেই উনারা যুব মোর্চার সদস্য হওয়ার যোগ্য নয়। মঙ্গলবার যুব মোর্চা মোহনপুর মণ্ডল কমিটির কার্যকরণী বৈঠকের প্রধান বক্তার ভাসনে বলছিলেন মোহনপুরের বিধায়ক তথা কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
গোটা রাজ্যের পাশাপাশি মোহনপুর বিধানসভাতেও ভারতীর জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠন গুলোর কার্যকারিণী বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার মোহনপুর বাজারের নাট মন্দিরে অনুষ্ঠিত হয় যুব মোর্চার মোহনপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে রতনলাল নাথ বলেন বিজেপি দল মানেই সেবার মনোভাব নিয়ে কাজ করা। যারা দল করার বিনিময়ে কিছু পেতে চায়, লাভ লোকসানের হিসাব করেন উনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা হতে পারবেন না বলে মন্তব্য করলেন মন্ত্রী। তিনি আহ্বান করেন নিজ নিজ এলাকা, রাজ্যকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রত্যেকেই নিঃস্বার্থভাবে কাজ করতে। সাধারণ মানুষের সমস্যাগুলোকে সমাধান করার উদ্যোগ নিতেও যুব মোর্চাকে অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী। তিনি আরো বলেন বিজেপি চিন্তা করে সমাজের অন্তিম ব্যক্তির জন্য। যাদের বাড়িতে ঘর নেই, যাদের বাড়িতে জল দেই, যাদের বাড়িতে সোচালয় নেই তাদের প্রত্যেকের ঘরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সংকল্প নিয়েছে এই সরকার। একইভাবে যুব মোর্চার সমেত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেরকেউ মানুষের সহযোগিতায় অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ।

You may also like

Leave a Comment