ধর্মনগর প্রতিনিধি। ৩০ জানুয়ারি ও ৩১ জানুয়ারি ধর্মনগরের পদ্মপুরের গোরক্ষনাথ মন্দিরে মহা ধুমধামে গোরক্ষনাথের জন্ম দিবস পালিত হল। গোরক্ষনাথের রেলি দিয়ে শুরু হয়েছিল সাথে বসে আঁকো প্রতিযোগিতা উপনয়ন দীক্ষা প্রদান মহা প্রসাদ বিতরণ সামগ্রিক মিলে এক জমজমাট মধ্যে দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। মন্দিরের পক্ষে ঋষিকেশনাথ জানান সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে আনন্দবাজারের প্রায় সহস্রাধিক রিয়াং পরিবার এবার গোরক্ষনাথের দীক্ষা গ্রহণ করে। যখন হিন্দু ধর্ম থেকে অন্যান্য ধর্মের প্রতি জনজাতিদের প্রবৃত্তি বৃদ্ধি পেতে শুরু করেছে তখন হিন্দু ধর্মের প্রতি আস্থা জানিয়ে গোরক্ষনাথের ষষ্ঠাধিক রিয়াং পরিবারের দীক্ষা গ্রহণ একটা দিগন্তকারী প্রবণতা হিসেবে গণ্য করা যায়।