প্রতিনিধি, গন্ডাছড়া ৩০ ডিসেম্বর:- রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিপিএম এবং কংগ্রেসের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোমবার রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং পথসভা সংঘটিত করা হয়। এদিন বিকাল চারটায় মন্ডল কার্যালয়ের সামনে থেকে শত শত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটি রেলি গন্ডাছড়া বাজার সহ শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মধ্য বাজারে পথ সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, সহ-সভাপতি বিকাশ চাকমা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং , রাইমাভ্যালী মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার প্রমুখ। বক্তারা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে নিয়ে সিপিএম এবং কংগ্রেসের অপপ্রচারে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। নেতৃত্বরা বলেন সিপিএমের এই ধরনের অপপ্রচার দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্থ করার প্রচেষ্টা মাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশের উন্নয়নের অগ্রগতি সহ্য করতে পারছে না কংগ্রেস এবং সিপিএম। তাই তারা বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের খেলায় মেতে উঠেছে। এদিনের বিক্ষোভ মিছিলে সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
29
previous post
সংবর্ধনার জোয়ারে ভাসছে রাইমাভ্যালী মন্ডল সভাপতি
next post