158
প্রতিনিধি, গন্ডাছড়া ৩১ মার্চ:- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চলছে। এরই অঙ্গ হিসাবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রবিবার রাইমাভ্যালী মন্ডলের ৫১ নং বুথের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিন নারিকেল কুঞ্জ ভিলেজে অনুষ্ঠিত সভায় সিপিআইএম দল ত্যাগ করে ২৩ পরিবারের ৭৪ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, যুব নেতৃত্ব প্রীতি কুমার চাকমা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেস দলের সমালোচনা করেন।