প্রতিনিধি, বিশালগড় , ।। আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ত্রুটিমুক্ত নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে । আগামী ৪ জুন ভোট গননা প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত প্রশাসনিক কর্তাদের বিশ্রামের সুযোগ নেই । মাঠ পর্যায়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছে নির্বাচনী পর্যবেক্ষক আইএএস ভূপেশ চৌধুরী। শুক্রবার সিপাহীজলা জেলায় ডিইও এআরও দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন সাধারণ এবং পুলিশ পর্যবেক্ষক। শনিবার সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখতে ছুটে যান জম্পুইজলায় । পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গোলাঘাটি এবং টাকারজলা বিধানসভার ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন জম্পুইজলা মহকুমা প্রশাসন । জম্পুইজলা মহকুমা শাসকের অফিসে নির্মিত স্ট্রং রুম গুলো পরিদর্শন করেন নির্বাচনী পর্যবেক্ষক আইএএস ভূপেশ চৌধুরী । সঙ্গে ছিলেন জম্পুইজলার মহকুমা শাসক আইএএস সুমিত কুমার পান্ডে, এসডিপিও স্নেহাশিষ কুমার দেব। এরপর বিশালগড় মহকুমা শাসকের অফিসে ছুটে যান সাধারণ পর্যবেক্ষক। সেখানে ছিলেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী এবং মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন । দু’টি মহকুমায় স্ট্রং রুম পরিদর্শন শেষে এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে স্ট্রং রুম তৈরি এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার কথা বলেন সাধারণ পর্যবেক্ষক ভূপেশ চৌধুরী । চব্বিশ ঘণ্টা সিসি ক্যামেরা সক্রিয় থাকতে হবে। স্ট্রং রুমের পাশে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করতে উন্নত বৈদ্যুতিক ব্যবস্থা তথা এমসিপি রাখতে হবে। স্ট্রং রুমে থাকবে ত্রিস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ স্ট্রং রুমে নিরাপত্তা এবং সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়।
96
previous post