প্রতিনিধি, গন্ডাছড়া :- দীর্ঘ কয়েকবছর লুকিয়ে থাকার পর অবশেষে বীরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পরলো এক হত্যা মামলার মূল আসামী। ধৃতের নাম বিজয় রিয়াং (৪৫)। তার বাড়ি অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন সরবং পূর্বধনপাড়ার বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বীরগঞ্জ থানার পুলিশ তার নিজ গ্ৰাম থেকে তাকে আটক করে। ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সরবং ভিলেজের পূর্বধন পাড়ার বাসিন্দা রুবন জয় রিয়াং এর পুত্র তপাজয় রিয়াং (২০) কে পূর্ব শত্রুতার জেরে এলাকার বিজয় রিয়াং দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর মৃতের ভাই বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্ৰহন করে। যার নম্বর ১৮/২০১২। ভারতীয় দন্ডবিধির ৩০২ আইপিসি ধারায় মামলাটি নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বিজয় রিয়াং গ্ৰাম ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। যার জন্য এতদিন পুলিশও তাকে আটক করতে পারেনি। তবে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত বিজয় রিয়াং তার নিজ বাড়িতে আসতে পারে। এই খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস দলবল নিয়ে পূর্বধন পাড়ায় উৎপেতে বসে থেকে পরে গভীর রাতে তাকে আটক করতে সক্ষম হয়। শনিবার হাসপাতালে শারীরিক পরিক্ষা নিরিক্ষার পর ধৃত ব্যক্তিকে অমরপুর মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ।
142
previous post