বিজেপি খোয়াই মণ্ডল কার্যালয়ে জেলা মহিলা মোর্চার পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। বৈঠক শুরুর আগে সভানেত্রীর প্রথম খোয়াই সফরে আসার জন্য খোয়াই মন্ডল কার্যালয়ে মহিলা মোর্চা জেলা নেতৃত্বরা ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। এদিনের বৈঠকে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা মহিলা নেতৃত্ব অপর্ণা সিংহ রায় , রাজ্য কমিটির সদস্য মানষী ঘোষ সহ অন্যান্যরা। মিমি মজুমদার জানান মহিলা মোর্চা সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে এই বৈঠকে আলোচনা হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্ম যজ্ঞগুলি মানুষের সামনে তুলে ধরতে দলীয় কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এখন থেকেই সংগঠনের নেত্রীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান নির্দেশ দেন তিনি। খোয়াই এ সাংগঠনিক বৈঠক সেরে এদিন দুপরে দলীয় কাজে কমলপুরের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি।
বিজেপি খোয়াই মণ্ডল কার্যালয়ে জেলা মহিলা মোর্চার পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
by admin
written by admin
162