Home » বিশালগড় ব্লকের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে সাত চাঁদ ব্লক

বিশালগড় ব্লকের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে সাত চাঁদ ব্লক

by admin

প্রতিনিধি কমলাসাগর

ত্রিপুরা সরকারের পঞ্চায়েত দপ্তর Gram_Anweshan প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সব কয়টি ব্লকের জনপ্রতিনিধিদের এক ব্লক থেকে অন্য ব্লকে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করার লক্ষে তিন দিনের একটি সফরের ব্যাবস্থা করেছেন । তার অঙ্গ হিসেবে আজ সাতচাঁদ আর.ডি ব্লক থেকে চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা, পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানদের আগমন ঘটে বিশালগড়আরডি_ব্লকে। এই কর্মসূচিতে বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ ঘটে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করে। ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনগণের সাথে তাদের পূর্বের ও বর্তমানে উন্নয়নে নিয়ে আলাপ আলোচনা করেন। তাছাড়া বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা সাতচাঁদ ব্লকের সকল প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কমলাসাগর মায়ের মন্দিরে পূজা অর্চনা করেন। পরবর্তী সময়ে বিশালগড় ব্লকের অন্তর্গত সকল উন্নয়নমূলক কাজগুলি সঙ্গে নিয়ে পরিদর্শন করেন। পরবর্তী সময়ে অন্তিম দিনে পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যদের কে নিয়ে বিশালগড় পঞ্চায়েত হল গড়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তী এস সময়ে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত করা হয়।

You may also like

Leave a Comment