অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িস্থিত পুলিশ ওয়াচ পোষ্টের সামনে আজ বেলা ১২.১৫মিনিট নাগাদ আসাম পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ। অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িস্থিত পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মিলি জানান যে আজ বেলা ১২.১৫ মিনিট নাগাদ AS11DC8746 নম্বরের মাল বোঝাই বারো চাকার ট্রাক অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িস্থিত পুলিশ ওয়াচ পোষ্টের সামনে পৌছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি জন্য আটক করে পুলিশ। কিন্তু পুলিশের তল্লাশি অভিযানের টের পেয়ে আগে থেকে গা ঢাকা দেয় গাড়িচালক। পরবর্তীতে গাড়িটিতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে তল্লাশি চালিয়ে ১২০ কার্টনে ১৮১০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।